প্রকাশিত: Sat, Dec 31, 2022 3:58 PM
আপডেট: Tue, Apr 29, 2025 11:40 PM

পুলিশ-জামায়াত সংঘর্ষ ৩ থানায় পুলিশের ৪ মামলা

মাজহারুল ইসলাম, মাসুদ আলম: পুলিশের কাজে বাধা, হামলা ও বিস্ফোরণের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে রামপুরা থানায় একটি, খিলগাঁও থানায় দুটি ও শাহজাহানপুর থানায় একটি মামলা হয়েছে। ঘটনার পর শুক্রবার রাতে ও শনিবার সকালে এসব মামলা দায়ের করে পুলিশ। ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান জানিয়েছেন, শুক্রবার জামায়াতে ইসলামী অনুমতি না নিয়েই গণমিছিল শুরু করে। মিছিল থেকে জনশৃঙ্খলা ও নিরাপত্তা কাজে নিয়োজিত থাকা পুলিশ সদস্যদের ওপর হামলা করা হয়। এতে অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ব্যপারে খিলগাঁও থানার ওসি মো. ফারুকুল আলম গণমাধ্যমকে বলেন, দুই মামলারই বাদী এসআই রেজাউল ইসলাম। দুই মামলায় ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো অনেককে আসামি করা হয়েছে। দুজন গ্রেপ্তার হয়েছেন।

শাহজাহানপুর থানার ডিউটি অফিসার জানান, অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।  রামপুরা থানার ডিউটি অফিসার এসআই রহমান জানান, একটি মামলা হয়েছে। মামলার আসামি গ্রেপ্তার চারজনসহ অজ্ঞাত আরো অনেকে। 

শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, আমরা বিষয়টি খুব গুরুত্ব সহকারে নিয়েছি। ওই হামলার ঘটনায় সিনিয়র পুলিশ কর্মকর্তাসহ আরো পুলিশ হাসপাতালে ভর্তি রয়েছেন। হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের শাস্তি দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি, এভাবে বেআইনি কাজ করা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার বিষয়ে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। সম্পাদনা: সালেহ্ বিপ্লব